গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন
জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামে সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।ঘর সংখ্যা : ০২ টি।একটি পূর্বমুখী, অপরটি দক্ষিন মুখী।
শিক্ষক সংখ্যা: ০৬ জন।
পদ সংখ্যা: ১১ জন।
শুন্য পদ: ০৫ জন
শ্রেনী কক্ষ: ০৬ টি।
শিক্ষক কক্ষ: ০১ টি।
অফিস কক্ষ: ০১ টি।
বেঞ্চ সংখ্যা: ৫০ জোড়া।
গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের সূর্য্যকান্ত মন্ডল ও জানকী মন্ডলের একমাত্র ধর্ম প্রান সুযোগ্য পুত্র শ্রীমান সুকদেব মন্ডল জন্ম তাং(০৪/০৩/১৯৪২)ইং খ্রিষ্টাব্দ। তার বাল্য জীবন থেকে দারিদ্রতার যুদ্ধের সঙ্গে লড়াই করে বি.এ পাস এবং ল(আইনজীবী) তে পড়াশুনা করেন। এর মধ্যে দিয়ে কয়েকটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে স্থায়ী ভাবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে অত্যন্ত সুনামের সহীত শিক্ষকতা করেন। কিন্তু ছাত্র জীবন থেকে শিক্ষকতা পেশার মধ্যেদিয়ে তার মনের কোনে একটি বাসা বেধে ছিল যে অত্র এলাকার মেয়েদের নদী পার হয়ে জলিরপাড় স্কুলে যেতে অনেক সমস্য হয়। এবং দূরত্বের জন্য অনেকের পড়াশুনা বাদ পড়েছে। বিশেষ করে মেয়েদের সমস্য বেশি হয়। এবং অত্র এলাকায় বালিকা বিদ্যালয় নেই। তাই নারী শিক্ষার প্রতিগুরুত্ব দিয়েই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন।এবং আমার পিতা ও মাতা যে ভাবে অক্লান্ত পরিশ্রম করেন আমাকে সুশিক্ষিত করেন তার বিনিময়ের তাদের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করব।এভাবেই সর্বক্ষন তিনি চিন্তা করেন। এবং পরে তার বিভিন্ন বন্ধুদের সাথে এ ব্যাপারে বুদ্ধি পরামর্শ নেন ও বিভিন্ন স্থানও নির্বাচন করেন। এ ব্যাপারে বাবু গিরিশ চন্দ্র হালদার মহাশয় এবং কুমুদ রঞ্জন বালা মহাশয় অনেক বুঝানোর পর সিন্ধান্ত দেন। এ মত অবস্থায় অত্র এলাকার গন্য মান্যদের ডেকে বানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রঙ্গের একাধিক বার মিটিং/ সভা করেন।এবং মিটিং এর নানাবিধ অলোচনার মধ্যেদিয়ে কয়েকজন বলেন তুমি যখন একটি শিক্ষা প্রতিষ্ঠান করবে তাহলে তোমার পিতৃভিটায় শিক্ষা প্রতিষ্ঠান কর।তখন তিনি অর্থাৎ শ্রীমান সুকদেব মন্ডল মহাশয় তার পিতৃভিটায় নিজ অর্থায়নে এবং স্থাবর, অস্থাবর সম্পত্তি দিয়ে ০১/১১/১৯৮৪ ইং তারিখে সবার সিন্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের প্রাথমিক কার্য শুরু করেন। তাই আমার পিতামাতা নাম স্মরনীয় রাখার জন্য বিদ্যালয়টি নাম করন হয়। তখন অত্র বিদ্যালয়ের নাম করন হয় সূর্য্যকান্ত জানকী আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয় শ্রীমতী মনি মালা মন্ডল এবং নগদ (৫০,০০০)পঞ্চাশ হাজার টাকা মাত্র প্রদান পূর্বক স্থায়ীদাতা হন সুকদেব মন্ডল মহাশয়।ক্রমে ক্রমে গৃহ র্নিমানের কার্য শেষ হয়। শিক্ষক/ শিক্ষিকা বিজ্ঞপ্তির দ্বারা বিধি মোতাবেক নিয়োগকার্ সমাপ্ত হয়। ০১/০১/১৯৮৫ ইং তারিখ হতে রীতিমত ক্লাস শুরু হয়/ চালু হয় এবং পাঠদানে অনুমতি পায়।০১/০১/১৯৮৬ ইং সালে বিদ্যালয়টি স্বিকৃতি প্রাপ্ত হয়।এই বিদ্যালয়টি নিজ অর্থয়নের এবং এলাকার সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়্।দিন দিন প্রতিষ্ঠানটি উন্নতিদিকে ধাবিত হয়। কিন্তু ১৪/১২/১৯৮৬ ইং সালে শ্রীমান সুকদেব মন্ডল মহাশয় তার পিতা মাতা স্ত্রী,পুত্র , কন্যা সব ছেড়ে ইহলোক থেকে পরোলোকে গমন করেন।২০০৫ ইং সাল থেকে বিদ্যালয়টি নানাবিধ সমস্যদিকে পতিত হয়। পরে ২০০৯ সালে স্বর্গীয় সুকদেব মন্ডলের সুযোগ্য সন্তান শ্রীমান বাসুদেব মন্ডল এলাকার গন্যমান্য ও আবাল বৃদ্ধ বনিতাদের নিয়ে সুপরামর্শ/সভা করেন।যে, এই বালিকা বিদ্যালয়টি সহশিক্ষা চালু করিলে বিদ্যালয়টি পুনরায় উদ্বজীবিত হবে বলে সকলে মনে করেন্। তাই শ্রীমান বাসুদেব মন্ডল অক্লান্ত পরিশ্রম করে এবং অর্থ দিয়ে বতর্মান সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় করার লক্ষে সহযোগীতা করেন শ্রীমতী রীতা রানী কির্ত্তনীয়া এবং রশময় কির্ত্তনীয়া মহাশয় এবং এই বিদ্যালয়টি ০১/০১/২০১১ ইং তারিখে বিদ্যালয়টি নবম শ্রেনীর পাঠদানের অনুমতি পান।বর্তমানে অত্র এলাকার জনগন ও প্রধান শি¶ক শ্রীমান রÄন চন্দ্র বালা মহাশয় এবং শি¶ক মÛলী বিদ্যালয়টি উচ্চ শিখরে উন্নতি করার ল¶আপ্রান চেôচালিয়ে যাচ্ছেন।
১. অম্বরীশ বারুরী(সভাপতি),
২.সুরঞ্জন মন্ডল,(অভি: সদস্য)
৩. মহেস চন্দ্র বৈরাগী,( অভি: সদস্য)
৪.নবকুমার বাকচী( অভি: সদস্য),
৫.প্রমথ হালদার( অভি: সদস্য),
৬.মনিমালা মন্ডল,(প্রতিষ্ঠাতা),
৭. মনিকা মন্ডল(ম:অভি: সদস্য)
৮. বিপুলচন্দ্র মন্ডল,
৯. মমতা রানী বালা,
১০.অঞ্জলী রানী মন্ডল,
২০০৭-নাই, ২০০৮-নাই, ২০০৯-নাই, ২০১০-৭১.৪২%, ২০১১-৭৫%.
ভর্তি ১০০%, উপস্থিতি ৯৮%, ঝরে পড়ার হার ০%, ইউনিফরম-১০০%, প্ররিক্ষায় অংশগ্রহন -৯৫%, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছর হয়।
উচ্চ বিদ্যালয় শিক্ষারগুনগত মান অজর্ন।
সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়
বানিয়ারচর ব্যাস্ট্যান্ড,জলিরপাড়,মুকসুদপুর।
মোবাইল: ০১৮৪৩৯৯২৭৮৮
E-mail ID: s.school45@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস