Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টি বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা চালু আছে।

প্রথমে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসাবে (৬ষ্ঠ-৮ম) শ্রেণী  ০১-০১-১৯৭৪ ইং তারিখ

হইতে ৩১-১২-১৯৭৬ ইং    

            তারিখ পর্যন্ত স্বীকৃতি প্রাপ্ত হয়। যার স্মারক নং  ৩২২৫(৪) তাং ২০-০৮-১৯৭৫ ইং

            দ্বিতীয়ত বিদ্যালয়টি মাধ্যমিক হিসাবে (৬১১-১০ম) শ্রেনী ০১-০১-১৯৯৪ ইং তারিখ

হইতে অস্থায়ীভাবে নবম শ্রেনী

            খোলার একাডেমিক অনুমতি প্রাপ্ত হয়। যার স্মারক নং অ/১২৪/গোপাল/৮২৩  

তারিখঃ- ০৭-০২-১৯৯৫ ইং সন।

            তৃতীয়ত বিদ্যালয়টি মাধ্যমিক হিসাবে অস্থায়ী ভাবে প্রথম স্বীকৃতিসহ স্বীকৃতির

সময়সীমা বৃদ্ধি করা  হয়। তাং গত

            ০১-০১-২০০৬ ইং হইতে ৩১-১২-২০০৮ ইং পর্যন্ত। যার স্বারক নং

অ/৭১/গোপাল/৪৭তাং২৪.০৫.২০০৬ ইং

চতুর্থত বিদ্যালয়টি পরবর্তী স্বীকৃতির মেয়াদ বৃদ্ধিও জন্য প্রয়োজনীয় কাগজ পত্র জমা

দেওয়া হয়। বর্তমান যাহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায়

প্রক্রিয়াধীন আছে।

* গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন গোলাবাড়ীয়া গ্রামের মরহুম আলহাজ জমিরউদ্দিন

মুন্সীর ভূমি দানের মাধ্যমে