উপজেলা পরিষদের কার্যাবলী নিম্নরুপঃ
আর্থিকঃ
(১) উপজেলা পরিষদ তহবিল সংক্রান্ত সকল বিষয়;
(২) পরিষদ তহবিল বর্হিভূত ব্যায়ের ক্ষমতা প্রদান সংক্রান্ত;
(৩) ট্যাক্স, রেইটস, টোলস,এবং ফিস আরোপের প্রস্তাব;
(৪) উপজেলা পরিষদের বার্ষিক বাজেট;
(৫) উপজেলা পরিষদের বার্ষিক হিসাব বিবরণী;
(৬) উপজেলা পরিষদের সংশোধিত বাজেট;
(৭) চলতি অর্থ বছরের বাজেটে অর্ন্তভূক্ত হয় নায় এইরূপ ব্যয়ের প্রস্তাব;
(৮) উপজেলা পরিষদের ব্যয়ের অডিট;
উন্নয়ন মূলকঃ
(১) হস্তান্তরিত বিষয়ভূক্ত সকল উন্নয়ন প্রস্তাব/প্রকল্প ও প্রাক্কলন অনুমোদন;
(২) সময়ে সময়ে সরকার কর্তৃক উপজেলা পরিষদে ন্যস্ত অন্যান্য সকল উন্নয়ন প্রকল্প;
(৩) উপজেলা পরিষদের পাঁচশালা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও প্ল্যান বুক প্রস্তুত
এবংউহার হালনাগাদকরণ;
(৪) পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সংম্লিষ্ট সকল বিষয়;
(৫) পরিষদের পঞ্চ বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সংম্লিষ্ট সকল বিষয়;
(৬) উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নতব্য কাজের প্ল্যান এবং এস্টিমেট অনুমোদন;
(৭) বাস্তবায়িত সকল ধরনের উন্নয়ন কাজের পাক্ষিক অগ্রগতি পর্যালোচনা, পরিবীক্ষণ, ও
মূল্যায়ন;
(৮) উপজেলা পরিষদের তহবিল বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব;
অপারেশনালঃ
(১) সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ পরিষদের সকল কর্মচারী সংক্রান্ত
বিষয়াদি;
(২) বিভিন্ন কমিটি ও উপকমিচট গঠন;
(৩) উপজেলা পরিষদ আইন, ১৯৯৮এর ২৯ ধারায় বর্ণিত কমিটির সুপারিশ অনুমোদন;
(৪) পরিষদ কর্তৃক কাজ বাস্তবায়নের বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ;
(৫) পরিষদের সকল কার্যক্রম পর্যালোচনা;
(৬) উপজেলার আইন-শৃংক্ষলার পর্যালোচনা;
(৭) উপজেলার ত্রান ও পূর্নবাসন কাজ পর্যালোচনা;
সমস্বয়ঃ
(১) পারফসেন্স রিপোর্ট ও বিবরণী সংগ্রহসহ উপচজলা পরিষদে হস্তাস্তরিত অফিসমূহে এবং
উপজেলার ভৌগোলিক অধিক্ষেত্রের মধ্যে কার্যপরিচালনাকারী বিভিন্ন বেসরকারী
প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পাক্ষিক পর্যালোচনা এবং আইন অনুযায়ী সকল রিপোর্ট
সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ;
(২) রিপোর্ট ওবিবরণ সংগ্রহসহ সরকারের রেগুলেটরি ডিপার্টমেন্টের কার্যক্রম পাক্ষিক
পর্যালোচনা এবং আইন অনুযায়ী সকল রিপোর্ট সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ;
বিবিধঃ
(১) পরিষদ কর্তৃক গৃহীত সকল সিন্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা;
(২) জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস