হাজীরবাগ, পশারগাতি, মুকসুদপুর, গোপালগঞ্জ।
মুকসুদপুরের পশারগাতি ইউনিয়নে রাস্তার ওপর অবস্থিত শতবর্ষী এই দুটি গাছ কেটে ফেলার পক্ষে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। রাস্তার অবস্থা জটিল থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। তবে, সদ্য বিদায়ী ইউএনও মোঃ আজিজুর রহমান বিষয়টি জানার পর গাছ দুটি রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেন। তিনি গাছগুলোর চারপাশ দিয়ে একটি বিকল্প সড়ক নির্মাণের নির্দেশ দেন।
এছাড়াও, নতুন সড়কটি দিয়ে যাতায়াতকারী পথচারীদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী গাছ দুটি সংরক্ষিত থাকলেও রাস্তার নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং নতুন সড়কটি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
তথ্য সূত্রঃ দৈনিক জনকন্ঠ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS